ওয়েব ডেস্ক; ১৮ জানুয়ারি : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্থানীয় কেবল অপারেটর (এলসিও) রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সহজতর করার জন্য কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস ১৯৯৪-তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী নিয়ে এসেছে। এবার এলসিও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হবে।

আধার, প্যান, সিআইএন, ডিআইএন সহ আবেদনকারীর বিবরণ সঠিকভাবে যাচাইয়ের পর এলসিও রেজিস্ট্রেশন শংসাপত্র অনলাইনে দেওয়া হবে। আগে যেখানে এলসিও কার্যালয় রয়েছে সেই স্থানের প্রধান ডাকঘরে অফলাইনে এই কাজ পরিচালিত হতো। এতে অনেক সময় নষ্ট হতো। নতুন এই ব্যবস্থাপনায় সময় সাশ্রয় হবে এবং খুব সহজেই শংসাপত্র পাওয়া যাবে।

এলসিও-কে নতুন রেজিস্ট্রেশন অথবা পুনর্নবীকরণের জন্য অনলাইনে মন্ত্রকের ব্রডকাস্ট সেবা পোর্টাল –এ আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন শংসাপত্র অনলাইনেই পাওয়া যাবে। এলসিও রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে ৫ বছরের জন্য। এই রেজিস্ট্রেশন দেশের যে কোনো প্রান্তে বৈধ হবে। এলসিও রেজিস্ট্রেশন বা পুনর্নবীকরণের জন্য প্রসেসিং ফি লাগবে ৫,০০০ টাকা। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে তা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে।

বর্তমানে যে সমস্ত এলসিও রেজিস্ট্রেশন রয়েছে তার মেয়াদ শংসাপত্রে উল্লেখিত সময়ের জন্য বৈধ থাকবে। যাদের শংসাপত্রের মেয়াদ ৯০ দিনেরও কম সময় রয়েছে তাদের পুনর্নবীকরণের জন্য অতি দ্রুত উল্লেখিত পোর্টালে আবেদন করতে বলা হয়েছে।

যেকোনো সহায়তার জন্য পোর্টালে উল্লেখিত হেল্প লাইন নম্বরে ফোন করা যেতে পারে। এমনকি lco.das[at]gov[dot]in –এই মেল আইডিতে মেল করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *