ওয়েব ডেস্ক; ১৩ এপ্রিল : নতুন দিল্লিতে ৮ এপ্রিল ভারত ও জাপানের মধ্যে পর্যটন সহযোগিতা নিয়ে চতুর্থ যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ছিলেন পর্যটন মন্ত্রকের মহানির্দেশক মুগ্ধা সিনহা। অন্যদিকে, জাপানের পক্ষে ছিলেন জাপান পর্যটন সংস্থার কমিশনার হারাইকাওয়া নাওয়া। এছাড়া ছিলেন পর্যটনের সঙ্গে যুক্ত দু’দেশের বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও।
বৈঠকে দুটি দেশের পর্যটন স্থলগুলি নিয়ে মতবিনিময় হয়। ভারতের বৌদ্ধ ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলিকে জাপানের পর্যটকদের সামনে তুলে ধরার ব্যাপারে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, পর্যটনের ক্ষেত্রে বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। আরও প্রাণবন্ত পর্যটন পরিমণ্ডল গড়ে তোলা, আর্থিক ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে বৈঠকে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে পর্যটনের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।