‘ Religion Not the Crying need of the Country’ স্বামীজীর এই ভাবধারা কে সামনে রেখে আজ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন একটি আলোচনা সভার আয়োজন করে । এই অনুষ্ঠানে ব্যাংকের বেশ কয়েকটি মুখ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বামীজীর সর্বোধর্মের প্রতি আনুগত্য,কৃষক আন্দোলন এবং সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়ের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো।
সভার উদ্যোক্তা ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স সংগঠনের সর্বভারতীয় সভাপতি সঞ্জয় দাস। ছাড়াও উপস্থিত ছিলেন আইবকের সর্বভারতীয় সম্পাদক সৌম্য দত্ত, ব্যাংক এমপ্লিইজ ফেডারেশন এর সাধারণ সম্পাদক জয়দেব দাশগুপ্ত,NCBE র গৌতম নিয়োগী এবং বিপিবিইএ র সম্পাদক কিংশুক ভট্টাচার্য বক্তব্য রাখেন।