ডিজিটাল; ২৯ জুলাই: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তরের জনঅভিযোগ ও পেনশন বিভাগের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, কোভিড অতিমারী পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকার নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয় সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যসভায় একটি বিবৃতি দেন ডাঃ জিতেন্দ্র সিং। এতে বলা হয়েছে, ২০২০-২১ এবং ২০২১-২২ বর্ষে ইউপিএসসি, এসএসসি এবং আইবিপিএস-এর মাধ্যমে ১ লক্ষ ৫৯ হাজার ৬১৫ জন নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন এবং ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় সুরক্ষা বিধি মেনে সময় মতো তাদের পরীক্ষা নিয়েছে।
কোভিড অতিমারীর ফলে সিভিল সার্ভিস পরীক্ষায় বয়সে ছাড় দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে এনেছেন একজন সিএসই পরীক্ষার্থী। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, পরীক্ষায় সুযোগ বাড়ানোর জন্য বয়সে ছাড় দেওয়ার বিষয়টিতে মান্যতা দেওয়া হয়নি। ২০২২ সালের জন্য পরীক্ষার বয়সসীমা স্থির করতে স্টাফ সিলেকশন কমিশন ২০২২ সালের পয়লা জানুয়ারি দিনটিকে নির্দিষ্ট করেছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে যেহেতু প্রতি বছর পরীক্ষা নেওয়া হয়, তাই এক্ষেত্রে বয়সে ছাড় দেওয়ার বিষয়টি প্রযোজ্য নয়।