শুভাবরি ওয়েবডেস্ক,24 জুলাই ,কলকাতা:
গতকাল কলকাতা প্রেস ক্লাবের প্ল্যাটিনাম জুবলি সম্পূর্ণ হলো। এক অনুষ্ঠানে উপস্থিত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের জন্য অনেক সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। সর্বসাকুল্যে ৯৯ জন বরিষ্ঠ সাংবাদিকদের পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে । প্রেস ক্লাবের জন্য শহরের মাঝে সাড়ে তিন কাঠা জমি এবং গৃহহীন সাংবাদিকদের জন্য ১০ কাঠা জমি আবাসনের জন্য দিলেন। ক্লাবের সভাপতি স্নেহশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিকের হাতে এক লক্ষ টাকা তুলে দেবার কথাও মুখ্যমন্ত্রী ঘোষনা করেন । ১৯৪৫ সালে কলকাতা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল যা এশিয়ার সবচেয়ে পুরোনো প্রেস ক্লাব হিসাবে ধরা হয়।
সম্পাদক কিংসুক প্রামানিক জানান, আগামী একবছর ধরে এই উদযাপন চলবে।

https://youtu.be/QrFDQxW6OyA