শুভাবরি ওয়েবডেক্স, ৩০জানুয়ারী, কলকাতাঃ ক্যান্সারের কারন, লক্ষন এবং এই বিষয়ে সচেতনতা বাড়াতে আজ প্রেস ক্লাবে যৌথ ভাবে এক সাংবাদিক সম্মেললের আয়োজন করে ডাঃ আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং HCGEKO ক্যান্সার সেন্টার। উপস্থিত ছিলেন ডাঃ জহর মজুমদার, ডাঃ অয়ন বসু, ডাঃ পাপিয়া মজুমদার, ডায়াটিশিয়ান রোহিনি মন্ডল সহ ফাউন্ডেশন ও HCGEKO ক্যান্সার সেন্টারের প্রতিনিধি শুভ্র দত্ত ও এবং ডাঃ আরতি ব্যানার্জি মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি । ডাঃ পাপিয়া মজুমদার বলেন, ” আমাদের বর্তমান জীবনপ্রনালী জন্য ক্যান্সারের প্রবনতা বাড়ছে। শরীরচর্চা, বেশি করে জল খাওয়া, সঠিক সময়ে প্রাতরাশ করলে এই মারন রোগ থেকে দূরে থাকা যায় “।
ডাঃ জহর মজুমদারের কথায় “অপরিকল্পিত ভাবে মানুষের জীবন চলছে”। একে এক সুস্থ সুন্দর ভাবে গড়ে তুলতে হবে এবং রোগ সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা খুব জরুরি বলে তিনি মনে করেন।
“ব্যয়বহুলতার জন্য স্বাস্থ্যপরীক্ষা থেকে বিরত থাকি আমরা। ফলে শরীরের ভিতরে বাড়তে থাকা রোগ সম্পর্কে আমরা অবহিত থাকি না। সঠিক সময়ে ধরা পড়লে ক্যান্সারেরও চিকিৎসা সম্ভব” একথা জানান ডাঃ আয়ন বসু।
ডায়াটিশিয়ান রোহিনি মন্ডল আজ বলেন,” আমাদের অনিয়ন্ত্রিত ভাবে ফাস্টফুড খাওয়া, ভিটামিনের অভাবের ফলে শারিরীক স্থুলতা ও স্কিন ক্যান্সারের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। খাদ্যাভ্যাসের বিষয়টিতে শিশুদের অবিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন “।
আগামী দিনে বিভিন্ন করপোরেট স্থানে, স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যান্সারের সচেতনতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগে কাজ করবেন বলে জানানো হয় সংস্থা দুটির পক্ষ থেকে।