ছবি দেবাঞ্জন দাস ।

শুভাবরি ওয়েবডেক্স, ৩১জানুয়ারী কলকাতাঃ আই এস এল, আই পি এল এর মতো অন্যতম জনপ্রিয় খেলা ভলিবল যে জনপ্রিয়তা হারায়নি তার সাক্ষী থাকল বহু মানুষ। রাজ্য সরকারের সাহায্যে এই খেলা ধীরে ধীরে আরও বেশী জনপ্রিয় হয়ে উঠছে। কলকাতায় রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল ৬৭ তম সিনিয়র রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ এবং মহিলা)। ২৮ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত এই খেলায় পুরুষ বিভাগের ২২টি এবং মহিলা বিভাগের ১৮ টি দল সারা বাংলা থেকে অংশগ্রহণ করে। ফাইনাল সহ সব মিলিয়ে পুরুষদের ৬২টি এবং মহিলাদের ৪৪ টি খেলা হল।

পরপর দুই বছর রাজ্য মহিলা ভলিবলে সেরা রেলওয়ে। আজ ফাইনালে কঠিন প্রতিপক্ষ নতুন পুকুর অ্যাসোসিয়েশনকে স্ট্রেট সেটে ২৫-১৫, ২৭-২৫, ২৫-১৯ পড়াজিত করল রেল। থার্ড লাইন অর্থাৎ ব্রোঞ্জ পদকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বালি দেশবন্ধু ক্লাবকে ৩-২ (২৩-২৫, ২৫-১৮, ২৩-২৫, ২৮-২৬, ১৫-১২) তে পরাজিত করল শালকিয়া অ্যাসোসিয়েশন। অন্যদিকে পুরুষদের ফাইনালে দাপুটে মেজাজে জয় পেল রেল। পুলিশ এসির বিরুদ্ধে স্ট্রেট সেটে ২৫-২২, ২৫-১৮, ২৮-১৮ তে জয় পেল রেল।
ব্রোঞ্জ পদকের লড়াইতে বরিশা সবুজ সংঘ স্ট্রেট সেটে ২৫-১৭, ২৫-১৮, ২৫-১৯ এ পরাজিত করল বড়বাজার যুবক সভাকে।

প্রতিবেদন ও ছবি দেবাঞ্জন দাস ।