ওয়েব ডেস্ক; কলকাতা, 11 এপ্রিল: বন্ধন ব্যাঙ্ক তাদের CSR কর্মসূচির অংশ হিসেবে রামকৃষ্ণ মিশনকে 4 কোটি টাকা অনুদান প্রদান করেছে। এই অনুদান রামকৃষ্ণ মিশনের “Centre for Human Excellence and Social Sciences (বিবেক তীর্থ)” নির্মাণে ব্যবহৃত হবে। সমাজকল্যাণের প্রতি বন্ধন ব্যাঙ্কের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগের মূল লক্ষ্য হল শিক্ষা ও দক্ষতার বিকাশকে উৎসাহিত করা। বিবেক তীর্থ হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে মানুষ সমাজের সার্বিক উন্নয়নের জন্য সহায়ক জ্ঞান অর্জন করবে।

আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ’র হাতে 4 কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও, বন্ধন ব্যাঙ্ক। এই বিশেষ অনুষ্ঠানে বেলুড় মঠের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং বন্ধন ব্যাঙ্ক-এর ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে

পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও, বন্ধন ব্যাঙ্ক বলেন, “দেশ গঠনের মূলভিত্তি হল শিক্ষা ও দক্ষতার উন্নয়ন। সমাজের প্রতিটি মানুষ যাতে শেখার সুযোগ পায়, নিজেদের বিকশিত করতে পারে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে—সেই পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে মূল্যবোধভিত্তিক শিক্ষা ও ব্যক্তিত্বের সার্বিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *