
শুভাবরি ওয়েবডেস্ক,7অগাস্ট,কলকাতা: সের চার-পাচ দিনের ফিসফিসানিকে কবরে পাঠিয়ে ‘প্যাড ম্যান’ সূর্যোদয় ঘটিয়েছিল নারী মুক্তির। স্বাভাবিক একটি জৈবিক ঘটনা অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মেয়েদের জীবনমুখী করতে ডলার ইন্ড্রাষ্ট্রিস এবং সীড- এন জি ও যৌথভাবে বালিকাদের ঋতুকালিন স্বাস্থ্যের উন্নতিকল্পে এগিয়ে এসেছেন।

আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সীড এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ সোমনাথ ভট্টাচার্য। সাথে ছিলেন ডলার ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট বেদিকা গুপ্তা। এ দিন ড: সোমনাথ বলেন, তারা ১০০ টি স্কুলে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছেন এবং আগামী ২০২২ এর মধ্যে সারা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা স্কুলগুলোতে এই প্রকল্প পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন ৭৫ শতাংশ গ্রামীণ মহিলা ঋতুক্রম সম্বন্ধে অবহিত নন। তিনি দাবি করেন, প্রায় ২৩ মিলিয়ন বালিকা তাদের প্রথম সময়ে এই দিনগুলোতে স্কুলে যাওয়ায় ছেড়ে দেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই সমস্ত স্কুলে এই ব্যবস্থা। সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে একটি সমীক্ষায় দেখা গেছে ৩৮% বালিকা বিষয়টি সম্বন্ধে অর্থাৎ প্রারম্ভিক সময়ের আগে কিছু ধারনা থাকে না। এদিন সংবাদমাধ্যমের সামনে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবাদৃতা বসু।আশা করা যায় আগামী দিনগুলোতে এই গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানের পথ ধরবে।