
শুভাবরি ওয়েবডেস্ক, ২আগস্ট, কলকাতা:
সুস্থ হাড়ের জন্য বা হাড়কে সুস্থ রাখার জন্য ১ আগস্ট থেকে ৭ ই আগস্ট “বোন এবং জয়েন্ট উইক” পালন করবে ‘পশ্চিমবঙ্গ অর্থপেডিক অ্যাসোসিয়েশন।’
আজ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার সভাপতি নিলয় কান্তি দাস। তিনি বলেন, কলকাতা বর্তমানে খুব তাড়াতাড়ি এগোচ্ছে এই দ্রুততার সাথে সাথে সাথে দরকার আমাদের হাড়ের ক্ষমতা। তিনি বলেন, সুস্থ হাড়ের জন্য বর্তমানে আমাদের সচেতনতা দরকার, দরকার সঠিক খাদ্যাভাস। আমরা বর্তমানে যে ধরনের খাবার খাই, সেই ধরনের খাবার আমাদের শরীরের ক্ষতি করে। ফাস্টফুড আমাদের হাড়ের সমস্যার অন্যতম কারণ ।
১ থেকে ৭ আগস্ট পর্যন্ত তারা বিভিন্ন স্কুল কলেজ এবং সাধারণ মানুষের কাছে হাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সচেতনতা বাড়াবেন। ডক্টর সঞ্জয় কান্তি দাস বলেন, বর্তমানে ৪০ শতাংশ মহিলা যারা ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে তাদের হাড়ের ঘনত্ব খুব কম বলে একটি সমীক্ষা থেকে পাওয়া গেছে। যে সমস্ত দ্রব্য বাজারে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করার জন্য পাওয়া যাচ্ছে সেই সমস্ত দ্রব্যকে ডাক্তারি পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিৎ নয়। আগামী ৪ আগস্ট হাওড়ার পিপলস নার্সিংহোম থেকে বিড়লা সেবা সদন পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করেছেন। তার সাথে একটি ফুটবল ম্যাচের আয়োজন করেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অর্ণব কর্মকার, পার্থসারথি সরকার, সব্যসাচী সাতরা।