ওয়েব ডেস্ক; ১১ এপ্রিল : ব্লু স্টার লিমিটেড রুম এসির ১৫০টি মডেলের সার্বিক সম্ভার লঞ্চ করল, সঙ্গে আসন্ন গ্রীষ্মের মরশুমের জন্য একটি ‘ফ্ল্যাগশিপ প্রিমিয়াম’ সম্ভার। এই সম্ভারে আছে ইনভার্টার এসি, ফিক্সড স্পিড এসি আর উইন্ডো এসি, যা সবরকম দামের প্রত্যেক ক্রেতার প্রয়োজন মেটাবে।

কোম্পানি ৩-স্টার ও ৫-স্টার বিভাগে মডেলগুলির এক সার্বিক সম্ভার লঞ্চ করেছে, যার চরম আবহাওয়ায় ঠান্ডা করার উচ্চমানের কর্মদক্ষতা রয়েছে। এই মডেলগুলি পাওয়া যাচ্ছে ০.৮ TR থেকে ৪ TR পর্যন্ত নানারকম ঠান্ডা করার ক্ষমতায়। দামও আকর্ষণীয় – ২৮,৯৯০/-।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *