পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কেএমডিএ ও যোধপুর পার্ক উৎসব কমিটির সহযোগিতায় আজ কলকাতায় প্রথম বার ২১ শে বই উৎসব দক্ষিণ কলকাতার তালতলা ময়দানে শুরু করলো। চলবে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৭০ টি বাংলা ও ইংরেজি প্রকাশনা সংস্থা এই বই মেলায় অংশগ্রহণ করেছে। বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরে এই বইমেলার শুভ উদ্বোধন ঘটে আজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপন ব্যানার্জি, ভগীরথ মিশ্র, বিথী চ্যাটার্জী, নলিনী বেরা, সুবোধ সরকার, আবুল বাশার, মালা রায়, রতন দে, গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় প্রমূখ। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন জায়গাটি খুব সংকীর্ণ বলে হয়তো আমরা অনেক প্রকাশক সংস্থাকে সুযোগ করে দিতে পারিনি তার জন্য আমরা অত্যন্ত ক্ষমাপ্রার্থী। দক্ষিণ কলকাতার কাছাকাছি যারা থাকেন তারা এই বইমেলার থেকে বই কেনার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদী।
গিল্ডের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতিবছর অনুষ্ঠিত হলেও এই একুশে বইমেলা প্রতিবছর অনুষ্ঠিত হবে। কাছাকাছি আসতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের ।