গত ২৫ অক্টোবর ৫৪ ব্যাটালিয়ন , সীমা চৌকি বিজয়পুরের জওয়ানরা নদীয়া জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের কবল থেকে ৯টি বিরল প্রজাতির পাখিকে উদ্ধার করেছে।

ঐ দিন বিরল প্রজাতির পাখি পাচারের বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, বিজয়পুর সীমান্ত চৌকি এলাকায় সমস্ত জওয়ানদের সতর্ক করা হয়। সকাল ১০টার দিকে জওয়ানরা দুজন সন্দেহজনক ব্যাক্তিকে সীমান্ত সড়কের ওপার থেকে হাতে ব্যাগ নিয়ে ভারতের দিকে আসতে দেখে। জওয়ানরা চ্যালেঞ্জ করলে দুজনেই ব্যাগ ফেলে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। জওয়ানরা অনেক দূর পর্যন্ত তাদের ধাওয়া করলেও ঘন ঝোপের সুযোগ নিয়ে দুজনেই পালিয়ে যায়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ০৯টি কালো রঙের রাজহাঁস উদ্ধার হয়।

বিএসএফ উদ্ধারকৃত রাজহাঁসগুলি রানাঘাট বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

বিএসএফ-এর মুখপাত্র বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে বিরল পাখির চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে।