কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদ দেশ জুড়ে করদাতাদের সুবিধার্থে ৭৫টি সহায়ক কেন্দ্র চালু করেছে। কলকাতায় এ ধরনের দুটি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সীমাশুল্কের মুখ্য কমিশনার (বিমানবন্দর ও বিমানে পণ্য পরিবহণকারী বিভাগ) দীপ শেখর কলকাতা কাস্টমস্‌ জোনের করদাতাদের জন্য এ ধরনের একটি সহায়ক কেন্দ্রের উদ্বোধন করেছেন। কলকাতার কাস্টমস্‌ হাউসে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের স্থল, বন্দর ও বিমানবন্দর কমিশনারেটের করদাতারা এই কেন্দ্রের মাধ্যমে উপকৃত হবেন। অপর কেন্দ্রটি সেন্ট্রাল এক্সাইজ দপ্তরের মুখ্য কমিশনার এপিএস সুরী কলকাতার জিএসটি ভবনের উদ্বোধন করেন। ট্যাক্সপেয়ার ফেসিলিটেশন সেন্টার বা টিএফসি-র মাধ্যমে কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদ করদাতাদের বিভিন্ন অভাব-অভিযোগের নিষ্পত্তি করবে। দেশের প্রশাসনে আরও জনঅংশীদারিত্ব নিশ্চিত করতে পর্ষদ দেশ জুড়ে জিএসটি এবং সীমাশুল্কের জন্য এই ৭৫টি টিএফসি’র সূচনা করেছে। করদাতাদের পরিষেবা প্রদান, বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি এবং আরও উন্নত পরিষেবা নিশ্চিত করার জন্য টিএফসি-গুলি সহায়ক হবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্ত কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমাশুল্ক পর্ষদ দেশ জুড়ে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন — আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই কেন্দ্রগুলি চালু করল। সহজে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে পর্ষদ এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই জিএসটি হেল্পডেস্ক এবং সিবিআইসি সক্ষম সেবার সাহায্যে করদাতারাদের জিএসটি-র বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এছাড়াও, সীমাশুল্ক সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধানের জন্য যাঁরা আমদানী-রপ্তানী বাণিজ্যের সঙ্গে যুক্ত তাঁরা আইসগেট হেল্পডেস্ক-এর সুবিধা পেয়ে থাকেন। করদাতাদের আরও সুবিধার জন্য নতুন এই কেন্দ্রগুলি গড়ে তোলা হ’ল, যেখানে করদাতারা বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন এবং নানা অভিযোগ নিষ্পত্তি করতে পারবেন।
সূত্র : পি আই বি