রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে ছেড়ে দেওয়ার জন্য রাজ্য কে চিঠি দিল কেন্দ্র। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর খাতায়-কলমে চাকরি জীবন থেকে অবসর নেওয়ার দিন ছিল ৩১ এ মে ২০২১।
কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র কে চিঠি দিয়ে আবেদন করেন বর্তমান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ বাড়ানোর জন্য। সেই চিঠিতে সায় দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ বাড়িয়ে ৩১ সে আগস্ট করা হয়।
কিন্তু হঠাৎই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় কে ছেড়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয় এবং তাকে ৩১ মে সকাল ১০ টার মধ্যে দিল্লিতে সংশ্লিষ্ট দপ্তরে এসে যোগ দিতে বলা হয়। এর ফলে রীতিমতন ভাবেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আমলা মহলে।