বিধি-নিষেধের কারণেই সংক্রমণ চেয়ে অনেকটাই কমেছে এ কথা আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কার্যত ১৬ ই মে থেকে ১৫ জুন পর্যন্ত রাজ্যে করোনা বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। প্রথম ক্ষেত্রে যে পরিমাণ সংক্রমণ রাজ্যের দৈনিক হচ্ছিল সেই সংক্রমণ এখন অনেকটাই কমেছে।
আজ সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের করোনা পজিটিভিটি রেট ৩৩ শতাংশ থেকে কমে ১৮-১৯ শতাংশে এসেছে। আরো ১৫ দিন যদি এই বিধিনিষেধ মানা যায় তাহলে আরো ভাল ফল হবে। রাজ্যে ডেথ রেট আগের থেকে অনেক কমেছে। যা প্রথম ওয়েভ থেকে অনেকটাই কম।
তিনি আরো বলেন এখনো পর্যন্ত রাজ্যে ১.৪ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আমরা অগ্রাধিকারভিত্তিক গরিব মানুষ যারা কাজের মধ্যে থাকেন। অটো টোটো চালক, রিক্সাওয়ালা , ট্যাক্সি চালক, বাস ড্রাইভার-কন্টাকটার, মাছ বিক্রেতা, নার্স, ডাক্তার , পুলিশ, সবজি বিক্রেতা সবাইকেই ভ্যাকসিন দেওয়া চলছে ও হবে। এছাড়াও যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও।
মুখ্যমন্ত্রী দাবি করেন এখনো পর্যন্ত ভ্যাক্সিনেশন এর দিক থেকে পশ্চিমবঙ্গ এক নম্বরে। কেন্দ্রের কাছে তিন কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছে।
যার মধ্যে ২ কোটি রাজ্য সরকার এবং ১ কোটি বেসরকারি হাসপাতালগুলো কে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
![](https://shubhabori.co.in/wp-content/uploads/2021/05/Screenshot_20210525-161751_Facebook.jpg)