বাড়তে চলেছে অন্তর্দেশীয় বিমান ভাড়া। সূত্র মারফত জানা গিয়েছে আগামী ১ জুন থেকে এই ভাড়া বাড়তে চলেছে। ঘরোয়া উড়ানের ক্ষেত্রে ১৩ থেকে ১৬ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়তে চলেছে। এর ফলে পয়লা জুন থেকে ৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য ২৩০০ টাকার জায়গায় ভাড়া দিতে হবে ২৬০০ টাকা।
একেই করোনা আক্রমণ চলছে তার দ্বিতীয় কেউ তার ওপর এই ভাড়া বৃদ্ধি মধ্যবিত্তদের পকেটে রীতিমতন চাপ বাড়াতে চলেছে মত বিশেষজ্ঞদের।
সূত্র মারফত জানা গিয়েছে, ৪০ থেকে ৬০ মিনিট পর্যন্ত যাত্রাপথের জন্য দিতে হবে ৩৩০০ টাকা। ৬০ থেকে ৯০ মিনিট পর্যন্ত যাত্রার জন্য ৪ হাজার, ৯০ থেকে ১২০ কুড়ি মিনিটের জন্য ৪৭০০ টাকা , ১২০-১৫০ মিনিটের জন্য ৬১০০ টাকা, ১৫০-১৮০ মিনিটের জন্য ৭৪০০ টাকা, ১৮০-২১০ মিনিটের জন্য ৮৭০০ টাকা বাড়তে চলেছে।
Administrative
Breaking
City
Kolkata
Lifestyle
National
News
People
Services
Tourism
Transport
Westbengal
পশ্চিমবঙ্গ