নতুন পরিচয় আসছে ১০০ টাকার নোট। সূত্র মারফত জানা গেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০০ টাকার নোটকে ওয়াটারপ্রুফ ভাবে নিয়ে আনতে চলেছে। সূত্র মারফত জানা গেছে ভার্নিশের প্রলেপ দেওয়া থাকবে এই ১০০ টাকার নোটে এর ফলে এটি খুব চকচকে হবে। এছাড়া জলে ভিজলে ও এই নোট কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। তবে বেগুনি রং কিংবা গান্ধীজীর ছবির কোনভাবেই পরিবর্তন হবে না এই নতুন ১০০ টাকার নোটে। পরীক্ষামূলক ভাবে এক কোটি টাকার মূল্যের ১০০ টাকার নোট আপাতত বাজারে আসছে চলেছে। (ছবি: উইকিপিডিয়া)