কলকাতার ইসলামিয়া হসপিটাল এর কোভিড ইউনিট শুরু হল গতকাল রবিবার। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। করোনা চিকিৎসার জন্য এখানে থাকছে ১১০ টি শয্যা। এ ছাড়া থাকছে আইসিইউ-ভেন্টিলেটর এবং বাইপ্যাপ মেশিন। একটি বেসরকারি সংস্থার সাথে সরকার হাতে হাত মিলিয়ে এই হাসপাতালটি পরিচালনা করবে।
আগামী বুধবার থেকে ওই ভবনে চিকিৎসা পরিষেবা চালু হবে বলে জানা গেছে। বিনামূল্যেই মিলবে চিকিৎসা এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই হাসপাতালে।
Administrative
City
Covid19
Covid19 Update
Current Issue
feature story
Health
Kolkata
News
People
Services
State
Westbengal
পশ্চিমবঙ্গ