শুভাবরি ওয়েব ডেস্ক, ৩১ মে, কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউ এর সাথে সঙ্গ দিল ঘূর্ণিঝড় “যশ”। এর ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে ব্যাপক ক্ষতি। অনেক মানুষ যেমন হারিয়েছেন নিজের বসত বাড়ী টুকু, কেউ আবার খুইয়েছে নিজের আপনজনকে, মিলছে না দুবেলা দু-মুঠো খাবার।
এমনি একটি কঠিন পরিস্থিতে, কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন “সমাজ এবং গঙ্গাসাগর রিসার্চ সেন্টার” এর ডিরেক্টর কৃষ্ণেন্দু রায়, “জ্যোতিরময় পাবলিক স্কুল” এর ডিরেক্টর ড. চন্দন গাঙ্গুলি, “আন্তর্জাতিক “ওয়াটার প্লো” খেলোয়াড় রবীন বলদেব, আন্তর্জাতিক জিমনাষ্ট গোবিন্দ প্রামাণিক প্রমুখ।
সাগরের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলনী সংঘের সামনে, ‘যশ’ ঝড়ে যেসব পরিবারের ক্ষতি হয়েছে এমন ১০০০ জন মানুষকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বস্ত্র, পানীয় জল বিতরণের মাধ্যমে পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন তারা। আরো একবার প্রমান হলো, “মানুষ মানুষেরই জন্য “।