শুভাবরি ওয়েবডেস্ক,15 আগস্ট,কলকাতা: নিজের ভাইকে সবাই ভাই বলে রাখি পরায় ভাইফোঁটা দেয় কিন্তু একেবারে অপরিচিত মানুষকে, একেবারে হতদরিদ্র নিচু তলার মানুষকে ভাই বলে তাকে রাখি পরানো, তার হাতে কিছু খাদ্য সামগ্রী গুঁজে দেওয়া, এটা বোধহয় আমরা সবাই পারি না। বোধহয় কথার অর্থ হচ্ছে, কেউ কেউ পারে, অর্চনা পাল যেমন পেরেছেন। আজ ১৫ ই আগস্ট ৭৩ তম স্বাধীনতা দিবসে আমরা সবাই ছুটির আনন্দে মেতেছি। কেউ কেউ ভাইকে রাখি পড়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি। কিন্তু অর্চনা দেবী সাথে করে রাখি আর কিছু চকলেট নিয়ে বেরিয়েছেন রাস্তায়। সমস্ত শ্রেণীর মানুষকে নিজের ভাই মনে করে তাদের রাখি পড়াচ্ছেন।
কথায় কথায় জানা গেল তিনি নিজের খরচে বিভিন্ন অনাথ আশ্রমে চলে যান। তাদের খাওয়ান, সেবা করে মানুষের পাশে থাকেন। তিনি জানালেন তার স্বামী তাকে যখন যেভাবে আর্থিক যোগান দিতে পারেন তার ভিত্তিতেই তিনি এই কাজগুলো করে থাকেন। আমাদের সাধুবাদ জানানোর ভাষা নেই অপর্ণা দেবীকে। শুধু বলবো আপনার মতো আরও কয়েক হাজার, কয়েক লক্ষ, কোটি মানুষ যেন এই সোনার দেশে এই ভাবেই মানব সেবা করে যেতে পারেন।