শুভাবরি ওয়েবডেস্ক, ১৫আগস্ট,কলকাতাঃ

“জীব সেবাই শিব সেবা”- এই অমৃত বাণী যে মহাপুরুষের কন্ঠ থেকে বেরিয়ে এসেছিল, সেই স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে ‘শিশু কল্যাণ’ এনজিও স্বাধীনতা দিবসের এই পুণ্য দিনে তাদের সমাজকল্যাণের যাত্রা শুরু করল। কয়েক হাজার পথশিশুর জন্য তারা খাবার তৈরি করে গাড়িতে করে প্রত্যেককে রাস্তাতেই বসিয়ে সম্মানের সঙ্গে ভজন করালেন। হাতে তুলে দিলেন লেখাপড়ার জন্য খাতা, পেন্সিল, পেন্সিল বক্স ও কিছু প্যাকেট খাদ্য।এখানেও সেই স্বামীজীর বাণী অর্থাৎ “জ্ঞান আহরণ করতেই হবে”। ‘ শিশু কল্যাণ ‘ এর কর্ণধার কল্যাণ সাহা জানালেন, প্রত্যেক বছর ২৫ শে ডিসেম্বর এবং ১৫ আগস্ট তারা সমাজসেবামূলক কাজ গুলো করে থাকেন একেবারে নিজের খরচে। যে বয়সে ছেলেরা-মেয়েরা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্নভাবে মনোরঞ্জন করে থাকেন, কল্যাণ সাহা এবং তার সঙ্গী সাথীরা কিন্তু একেবারেই সে পথে হাঁটেননি। তারা মনোরঞ্জন করতে চেয়েছেন মানুষের মধ্যে থেকে, মানুষের সাথে থেকে। আজ তাদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে এগিয়ে এলেন বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। অসাধারণ ভাবে বিশ্লেষণ করলেন স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন এর আজকের এই পূর্ণ দিনটিকে।

https://youtu.be/vWIuRZFuUSE

https://youtu.be/RajOQb-Jp40