
শুভাবরি ওয়েবডেস্ক,৮ আগষ্ট, কলকাতা:
পরিবেশ। এর প্রধান অংশ হচ্ছে জঙ্গল। জঙ্গলের সাথে আরেকটি কথা আমাদের মনে আসে। সেটি হচ্ছে এই জঙ্গলকে কেন্দ্র করে বসবাসকারী আদিবাসী।

তাই বিশ্ব আদিবাসী দিবসের ঠিক আগের দিন আদিবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচী যা আমাদের পরিবেশ এবং আদিবাসীদের জীবন সুস্থ করে তুলবে তা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ” ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বায়ো সোশ্যাল রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট।”

বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনার মূলত: আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিকে সরকারের বিভিন্ন প্রজেক্ট তাদের মধ্যে পৌঁছে দিতে বহু বছর ধরে কাজ করে আসছে আই বি আর এ ডি। সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডার চেয়ারম্যান ডা. এস বি রয় এবং এক্সিকিউটিভ ডিরেক্টর রক্তিমা মুখার্জি।

তারা বলেন, আমাদের পরিবেশ প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যার অন্যতম কারণ গাছ কাটা। ফলে পরিবেশের সঙ্গে ক্ষতি হচ্ছে জঙ্গলে থাকা আদিবাসী সম্প্রদায়ের। বর্তমানে চাষের জন্য যে সমস্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার হচ্ছে তা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর ।

তাই আদিবাসী সম্প্রদায়কে ভেষজ কীটনাশক তৈরি করা, তার সাথে চাষবাস সহ বিভিন্ন জিনিস হাতে কলমে শিখিয়ে স্বাবলম্বী করানোর একটা চেষ্টা করে চলেছেন আই পি আর এ ডি।

বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় ১০০ জন আদিবাসী মহিলা তাদের সাথে যুক্ত। তারা সারা ভারতে বিভিন্ন জায়গায় সরকার নির্দেশিত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।