ওয়েবডেস্ক, 27 জুলাই,২০২০, কলকাতাঃ ফ্রান্সের মেরিন্যাকের ডাশোল অ্যাভিয়েশন ফেসিলিটি থেকে ভারতীয় বিমান বাহিনীর জন্য প্রথম ৫টি রাফায়েল যুদ্ধ বিমান ভারতের উদ্দেশ্যে আজ সকালে রওনা দিয়েছে। এর মধ্যে তিনটি যুদ্ধ বিমান সিঙ্গল সিটার এবং দুটি টুইন সিটার। ভারতীয় বিমানবাহিনীর বিমান চালকরা সর্বাত্মক প্রশিক্ষণ নিয়ে এই বিমান চালাচ্ছেন। দুটি পর্যায়ে এই বিমানগুলি ভারতে এসে পৌঁছবে। প্রথম পর্বে আকাশে জ্বালানি ভরা হবে। ফরাসী বিমান বাহিনী এই কাজে সহায়তা করবে।
আবহাওয়া ঠিক থাকলে ২৯শে জুলাই আম্বালায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে এই বিমানগুলি এসে পৌঁছবে। আম্বালা বিমানঘাঁটির ‘গোল্ডেন অ্যারোস’ – ১৭ নম্বর স্কোয়াড্রন রাফায়েল যুদ্ধ বিমানের প্রথম ঘাঁটি হিসাবে তৈরি করা হয়েছে।