ওয়েব ডেস্ক; ১৯ জানুয়ারি : গত ১৭ জানুয়ারি গজরাজ টিভিএস-এর শোরুম এবং ওয়ার্কশপ, সল্টলেক সেক্টর-৫-এ, নলবন ফুড পার্কের বিপরীতে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএসের ন্যাশনাল সেলস্ ম্যানেজার অজয় গুপ্তা, টিভিএসের ন্যাশনাল সার্ভিস ম্যানেজার সমীর সিং, টিভিএসের অন্যান্য পদাধিকারী, এবং গজরাজ গ্রুপের চেয়ারম্যান বিষ্ণু জালান সহ অনেক বিশিষ্ট ব্যাক্তিগণ।
কলকাতার সল্টলেকের সেক্টর-৫, আর.বি.ডি (R.D.B) সিনেমা হলের সামনে প্রায় ১২,০০০ স্কোয়ার ফিট আয়তনের একটি ঝাঁ চকচকে টিভিএস শোরুম ও ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছে। এটি কলকাতার বুকে প্রথম এত বিশাল পরিসরে মোটরসাইকেল এবং স্কুটারের সমাহার। টিভিএস-এর প্রতিটি মডেল এখানকার ডিসপ্লেতে প্রদর্শিত আছে।
এখানকার অর্থাৎ গজরাজ টিভিএস-এর ডিরেক্টর সুরপতি রায়চৌধুরী দাবি করেছেন, “যে কোনো গ্রাহক যে দিন গাড়ি কিনবেন, সেই দিনেই নাম্বারসহ গাড়ী ডেলিভারি দেবো আমরা এবং এটি কলকাতার মধ্যে একমাত্র গজরাজ টিভিএস প্রদান করতে পারবে। প্রতিটি সরকারি ও বেসরকারি ব্যাংকের এবং ফিনান্সারদের সঙ্গে গজরাজ টিভিএস-এর টাই আপ থাকার কারণে, এক ঘণ্টার মধ্যে ব্যাংক লোনের সুবিধা গ্রাহকরা পেতে পারবেন।”
গজরাজ গ্রুপের চেয়ারম্যান বিষ্ণু জালান বলেন যে, “২০২৫ সালে গজরাজ গ্রুপের সংকল্প হল – উই কেয়ার উই ডেলিভার (We care, we deliver)।”
এই শোরুমের উদ্বোধনী অফার হিসেবে ২৬ জানুয়ারি পর্যন্ত, প্রতিটি গাড়িতে থাকবে বিশেষ ছাড় এবং পুরস্কার।