শুভাবরি ওয়েবডেক্স:
আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। INTERNATIONAL HUMAN RIGHTS COUNCIL প্রতিষ্ঠিত হয়েছিল ২০১০ সালের নভেম্বর মাসে। তাই, ৮ম বর্ষপূর্তিকে বিশেষ করে মনে রাখার জন্য আজ SCIENCE CITY AUDITORIUM এ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ডঃ সানি শাহ্ , পশ্চিমবঙ্গের সভাপতি মইনুল মোল্লা, সহ – সভাপতি আবিদ মোল্লা প্রমুখ। সানি বাবু বলেন, “ ২০১০ থেকে আমাদের যাত্রা শুরু হয়। আজ অনেক সংগ্রাম ও বাধার পর ২৯ টি রাজ্যে আমাদের শাখা বিস্তার করা সম্ভব হয়েছে। মানুষের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। কোথাও যদি সেটা খর্ব হয় তাহলে আমাদের নিজেদেরই রুখে দাড়াতে হবে” ।
এদিন সম্বর্ধিত হন ডঃ সানি শাহ্ ( Founder ), মইনুল হক্ মোল্লা(President of WB), আবিদ মোল্লা(Executive Secretary ), শেখ জিন্নার আলি(Social Worker) ,বাপ্পাদিত্য সাহা (National Chief Secretary) সহ অনেক সমাজসেবী।
সংস্থার অন্যতম মুখপাত্র মাইনুল বাবু বলেন, “ সামাজিক কাজে বর্তমানে সরকার অনেক সাহায্য করছে। ভবিষ্যতে এইভাবেই সরকারের কাছ সাহায্য পাব তার আশা রাখি” ।