শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ অক্টোবর, কলকাতা:
শুরু হল আর এক নতুন অধ্যায় কলকাতা প্রেস ক্লাবের সাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন “মৌ” স্বাক্ষর করলো। আজ “বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্রে”র শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সাহেবের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষর করলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেন এবং কলকাতা প্রেসক্লাব এর পক্ষে ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকার।
আজ কলকাতা প্রেস ক্লাব আরো একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল। এদিন কলকাতা প্রেসক্লাব পাঁচজন বর্ষিয়ান ভারতীয় সাংবাদিককে “মুক্তিযুদ্ধের কলম সম্মান” এ সম্মানিত করলো। সম্মানিত হলেন বর্ষীয়ান সাংবাদিক মানুষ ঘোষ, দিলীপ চক্রবর্তী, সুখরঞ্জন দাসগুপ্ত, তরুণ গাঙ্গুলী এবং ডঃ পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ করা যেতে পারে অন্যান্য অনেক সাংবাদিকদের মত এই সাংবাদিকরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় নিজেদের জীবন বিপন্ন করেও সংবাদ সংগ্রহ করে আমাদের কাছে সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।


আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা দায়িত্বভার নিয়েছিলেন প্রেসক্লাবের অন্যতম সফল সভাপতি স্নেহাশীষ সুর মহাশয়। স্নেহাশীষ বাবুর গলায় বারবার মুক্তিযুদ্ধ, ভারতের সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ক্রিয়া-কলাপ এর স্মৃতি রোমন্থন উঠে এসেছে।