ওয়েব ডেস্ক; ১৬ জানুয়ারি: শিক্ষা জগতে পূর্ব ভারতের অন্যতম পরিচিত নাম
জেআইএস ইউনিভার্সিটি ( JIS University)। বিগত বহু বছর ধরে তারা ছাত্র ছাত্রীদের পড়াশোনার দিশা দেখিয়ে আসছেন। নতুন নতুন কোর্স, আধুনিক শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা।
কিছুদিনের মধ্যেই নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। সেই শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের কাছে নতুন কি উপহার দিতে চলছে জেআইএস (JIS University)।
সম্প্রতি এক অনুষ্ঠানে, জেআইএস ইউনিভার্সিটি( JIS University) র
বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মজুমদার একান্ত সাক্ষাৎকারে জানান,
” এবছর সাঁতরাগাছিতে শুরু হতে চলেছে শুরু হতে চলেছে মেডিক্যাল কলেজ এবং হসপিটাল। সরকার আমাদের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। এখানে প্রায় ১০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এবছর জে আই এস তাদের বিভিন্ন কলেজে অনেক নতুন কোর্স চালু করতে চলেছে তার মধ্যে: জার্নালিজম অ্যান্ড মাস কমনিকেশন, মাল্টিমিডিয়া , সফটওয়্যার ডেভেলপমেন্ট , তার সাথে এগ্রিকালচার নিয়েও আমরা এগোতে চাই। গত শিক্ষা বর্ষে ১০, ০০০ বেশি ছাত্র ছাত্রী অ্যাডমিশন নিয়েছে কিন্তু আমাদের কোর্সের চাহিদা যে ভাবে বাড়ছে তাতে এবছর মনে করা হচ্ছে ১৫ হাজারের বেশি ছাত্র ছাত্রী অ্যাডমিশন নেবে। জে আই এস ইনস্টিটিউট অফ টেকনোলজি NAAC গ্রেড A+ পেয়েছে যা বেসরকারি কলেজ হিসাবে রাজ্যে প্রথম। এবারে ক্যাম্পাস ইন্টারভিউ তে সর্বোচ্চ ৩১ লক্ষ টাকার প্যাকেজ পেয়েছে। ছাত্র ছাত্রীরাও খুব খুশি”।
তিনি আরও যোগ করেন যে, “আমরা ছাত্র ছাত্রীদের শুধু নতুন নতুন কোর্স উপহার দেব শুধু তাই নয় তার সাথে উচ্চ মানের শিক্ষাও দেবো। শুধুমাত্র রাজ্যে নয় রাজ্যের বাইরেও জেআইএস ইউনিভার্সিটি ( JIS University)র কিন্তু একটা বিরাট সম্মান রয়েছে। সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষাতে জেআইএস ইউনিভার্সিটি এর ছাত্র-ছাত্রীরা যান তখন সেখানে তাদের এক আলাদা মর্যাদা দিয়ে দেখা হয়”।