জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি থাকলেও আজ নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধি নিষেধ কিছুটা পরিমাণ শিথিল করলেন।
এখন থেকে খুচরা ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারবেন ১২ টা থেকে ৩টে পর্যন্ত।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০% কর্মী নিয়ে কাজ করতে পারবেন।
কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট তাদের কর্মচারীদের এবং শ্রমিকদের কাজে যোগ দেওয়াতে পারেন কিন্তু সে ক্ষেত্রে যদি তাদের করোনা ভ্যাকসিন দেওয়া থাকে তবেই তা সম্ভব। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক কে এই বিষয়ে অবগত করতে হবে।
সবক্ষেত্রেই বজায় রাখতে হবে শারীরিক দূরত্বও স্যানিটাইজেশন এবং পড়তে হবে মাস্ক।