‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’- এই ভাবনায় দেশজুড়ে ‘দেশপ্রেম ও দেশ গড়া’ শীর্ষক বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রতিযোগিতা ব্লক, জেলা ও রাজ্যস্তরে অনুষ্ঠিত হয়েছে। যুব সম্প্রদায়ের উপস্থাপনার দক্ষতা এবং নেতৃত্বদানের ক্ষমতা প্রকাশ করার পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন কাজে যুব সম্প্রদায়কে যুক্ত করার ভাবনা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা, রাজ্য ও জাতীয় স্তরে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে।

পশ্চিমবঙ্গে নেহরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে কলকাতায় ২০শে ডিসেম্বর রাজ্যস্তরে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৮-২৯ বছর বয়সী প্রতিযোগীদের মধ্যে জেলাস্তরে বিজয়ী ২৩ জন প্রতিযোগী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এরপর রাজ্যস্তরে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় স্তরে বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেবেন।