পুনর্নবীকরণযোগ্য জ্বালানি খাতে কেন্দ্রীয় সরকার উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। এই পরিমাণ ২০১৪ সালের মার্চ মাসে ছিল ৭৬.৩৭ গিগাওয়াট। পরে তা ২০২১- এর নভেম্বরে বেড়ে হয়েছে ১৫০.৫৪ গিগাওয়াট। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ৯৭ শতাংশ।
দেশে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে-
১) স্বয়ংক্রিয় রুট- এর মাধ্যমে ১০০ শতাংশ পর্যন্ত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ( ফরেন ডায়রেক্ট ইনভেসমেন্ট) অনুমোদন করা।
২) ৩০ জুন ২০২৫-এর মধ্যে চালু করা প্রকল্প গুলির জন্য সৌর ও বায়ু শক্তির আন্তঃরাজ্য বিক্রয়ের ক্ষেত্রে আন্তরাষ্ট্রীয় ট্রান্সমিশন সিস্টেম চার্জ মকুব।
৩) নতুন ট্রান্সমিশন লাইন স্থাপন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি নির্গমনের জন্য নতুন সাবস্টেশন তৈরির ক্ষমতা।
৪) ২০২২ সাল পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্রয় বাধ্যতামূলক অর্থাৎ রিনিউএবেল পারচেজ অব্লিগেশন, কার্যকর করা।
৫) প্লাগ এবং প্লে ভিত্তিক পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রের জন্য জমি বরাদ্দ করে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পার্ক স্থাপন করা।
৬) প্রধানমন্ত্রী কিষান উর্যা সুরক্ষার মতো প্রকল্প গুলি পরিচালিত করা।
৭) সোলার ফটোভোলটাইক সিস্টেম এবং ডিভাইস স্থাপনের জন্য বিজ্ঞপ্তি জারি করা।
৮) বিনিয়োগ আকৃষ্ট এবং সহজতর করার লক্ষ্যে প্রকল্প উন্নয়ন সেল তৈরি করা।
৯) তালিকা ভিত্তিক স্ট্যান্ডার্ড বিডিং নির্দেশিকা জারি করা।
১০) লেটার অফ ক্রেডিট সংক্রান্ত বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশিকা জারি করা।
১১) গ্রীন টার্ম অ্যাহেড মার্কেট তৈরি করা, যাতে দেশে পাওয়ার এক্সচেঞ্জ-এর মাধ্যমে জ্বালানি পেতে সুবিধা হয়।
লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণ জ্বালানি মন্ত্রী আর কে সিং এই তথ্য জানিয়েছেন।