ওয়েব ডেস্ক; ১৯ মে : তনিশ্ক্, আনন্দের সাথে লঞ্চ করল নতুন প্রাকৃতিক হীরার কালেকশন ‘এলান’, যা আপনার বিশেষ মুহূর্তগুলোকে করে তোলে আরও গ্ল্যামারাস ও স্মরণীয়। যিনি আত্মপ্রকাশে বিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং নিজেই ট্রেন্ড তৈরি করেন — এমন নারীদের জন্যই তৈরি এই এলান। এটি শুধুই গয়না নয়, বরং একজন নারীর প্রকাশ পাওয়ার এক সাহসী ঘোষণা। এই নতুন কালেকশনটি ডিজাইনে স্বতন্ত্র এবং অফারগুলিও অনন্য, যার পাশাপাশি সাশ্রয়ী মূল্যও রয়েছে — তাই আপনার প্রতিটি প্রয়োজনে এখানে রয়েছে বিশেষ ভাবে কিছু না কিছু ।
এলানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক শক্তিশালী চিন্তা ভাবনা — তনিশ্ক্ ওমেন। তিনি সাহসী, উচ্চাকাঙ্ক্ষী এবং তিনি আলোয় আলকিত হতে প্রস্তুত । তা হোক কোনো উৎসব, জীবনের বিশেষ মাইলফলক, কিংবা এক নজরকাড়া সন্ধ্যা — নিজেকে দৃশ্যমান, মূল্যবান ও দীপ্তিময় করে তুলতে তিনি বেছে নেন প্রাকৃতিক হীরা। এলান-এর প্রতিটি নকশাই এই আত্মবিশ্বাস ও নিজস্বতার প্রতিচ্ছবি — নির্ভয় ফ্যাশন-ফরোয়ার্ড, স্বাধীন অভিজাত, আর এমনভাবে তৈরি যা নজর কাড়ে। এলান কালেকশন খুলে দেয় এক নতুন জগতের দরজা — যেখানে সূক্ষ্ম কারুশিল্প মিশে যায় তনিশ্ক্ ওমেন অনুপ্রেরণাদায়ক চেতনার সঙ্গে।
এই কালেকশনে রয়েছে ৩৩টি মনকাড়া নকশা — নজরকাড়া নেকলেস, দারুণ ডিজাইনের চুড়ি এবং লেয়ার্ড পেনডেন্ট সেট । প্রতিটি গয়নাতেই ব্যবহৃত হয়েছে নান্দনিক ও অভিনব ডিজাইন টেকনিক — যেমন সূক্ষ্মভাবে তৈরি দুই-স্তরবিশিষ্ট গোল্ড জালি , যা ভাস্কর্যশৈলীতে ত্রি-মাত্রিক রূপ নিয়ে শরীরের সঙ্গে মিশে যায় সহজভাবেই। নকশাগুলিতে ফুটে উঠেছে সূক্ষ্ম প্যাটার্ন, ফোঁটা ফুলের মোটিফ এবং চিল্লাই পেভে-সেট হীরা, যা গয়নাগুলিতে এনে দিয়েছে দারুণ উজ্জ্বল্য। ফুলের মোটিফগুলো আরও বাড়িয়ে তোলে গ্ল্যামার, প্রতিটি গয়নাকে করে তোলে দারুণ, নারীত্বপূর্ণ ও স্টাইলিশ। এলান প্রতিদিনের হীরার গয়না নয় — এটি তৈরি হয়েছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর জন্য। গুণগত মানে কোনওরকম আপস না করে, তনিশ্ক্ বেছে নেয় বিশ্বের শীর্ষ প্রাকৃতিক হীরার ৫% — যেগুলোর দীপ্তি ও আলো প্রতিফলনের ক্ষমতা অসাধারণ, যার ফলে প্রতিটি গয়না ঝলমল করে অনন্য ঔজ্জ্বল্যে। এলান শুধু একটি কালেকশন নয় — এটি সেই নারীর সেলিব্রেশন, যিনি জানেন তিনি পৌঁছেছেন তাঁর লক্ষ্যে এবং এখন সেই সাফল্যকে জগৎকে জানিয়ে দিতে চান।