29 শে আগস্ট, কলকাতা:

৩১ আগস্ট ভারতবর্ষে ‘আনলক্: ৩’ এর পরিসমাপ্তি ঘটবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামী সেপ্টেম্বর মাস থেকে ‘আনলক্ – ৪’ ঘোষণা করেছে।

যেখানে ধাপে ধাপে কিছু ছাড় দেওয়া হবে বিভিন্ন পরিষেবায় । তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কন্টেইনমেন্ট জোনে কড়া লকডাউন চলবে।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা চালু হবে ।

সমস্ত সামাজিক, শিক্ষা বিষয়ক, ক্রীড়াবিষয়ক, সংস্কৃতি, ধর্মীয় এবং রাজনৈতিক জমায়েত করা যাবে ২১ সেপ্টেম্বর থেকে। কিন্তু সেক্ষেত্রে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না।

সেখানে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার সবকিছুই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

একুশে সেপ্টেম্বর থেকে রাজ্যগুলিতে ৫০% শিক্ষক এবং ও শিক্ষক কর্মী নিয়ে স্কুলে অনলাইন ক্লাস এবং টেলি কাউন্সেলিং জাতীয় কাজ করা যাবে।

বিবাহ সম্পর্কিত কোন অনুষ্ঠান থাকলে ৫০ জনের বেশি আমন্ত্রিত ব্যক্তি এবং অন্ত্যেষ্টি এবং শেষকৃত্যের কাজে ২০ জনের বেশি অংশগ্রহণে করতে পারবেন না। কিন্তু ২০ সেপ্টেম্বর এর পর থেকে এই সংখ্যাটি ১০০ জন হতে পারে।

আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা হল, সুইমিংপুল, বিনোদন পার্ক , থিয়েটার বন্ধ থাকবে ।