ওয়েব ডেস্ক ; ১৫ এপ্রিল : মেট্রো রেল ভবনে ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ১৩৪তম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।
কলকাতার মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মহান পণ্ডিত ও ভারতের সংবিধানের প্রধান স্থপতি ডঃ আম্বেদকরের প্রতি মালা অর্পণ করে শ্রদ্ধা জানান। অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরাও দেশের এই মহান পুত্রের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকলের জন্য সমান অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন।
অল ইন্ডিয়া তফসিলি জাতি/তফসিলি উপজাতি রেলওয়ে কর্মচারী সমিতির প্রতিনিধিরা, স্বীকৃত ইউনিয়ন এবং মেট্রো কর্মীরাও দেশের এই মহান পুত্রের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
২০২৫ সালের ১৪ এপ্রিল ছুটির দিন হওয়ায় বাবাসাহেবের জন্মবার্ষিকী পালিত হয়নি।