ওয়েব ডেস্ক; ৪ নভেম্বর : ফের এক বছর পর সেজে উঠেছে কলকাতা। সবেমাত্র দূর্গা পূজা গেল, সেই দুর্গাপুজোর আনন্দ শেষ হতে না হতেই আরেকটি উৎসব দোরগোড়ায়। আগামী ৬ নভেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধন হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চলবে /১৩ নভেম্বর পর্যন্ত।
মোট কলকাতার ২১টি জায়গায় মোট ২১৫ টি ছবি দেখানো হবে এবারে। তার মধ্যে কম্পিটিশন ক্যাটেগরিতে ৪৩ টি ফিচার, ১৯ টি শর্ট এবং দশটি ডকুমেন্টারি। নন কম্পিটিশন ক্যাটাগরীতে ৮৯ টি ফিচার ৫৪ টি শট ও ডকুমেন্টারি ছবি দেখানো হবে।
মোট ৩৯ টি দেশ থেকে এবারে এই চলচ্চিত্র উৎসবে ছবি এসেছে। ১৮ টি ভারতীয় এবং ৩০ টি বিদেশী ভাষায় ছবি এই চলচ্চিত্র উৎসবে দর্শকদের আনন্দ দেবে।
আগামী ৬ নভেম্বর উদ্বোধনের দিন দেখানো হবে উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত সপ্তপদী।
৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি হল পোল্যান্ড।
৭ নভেম্বর থেকে ১২ ই নভেম্বর পর্যন্ত একতারা মঞ্চে প্রতিদিন সন্ধ্যা বেলা থাকছে সিনে আড্ডা: গানে গানে সিনেমা।
