ওয়েব ডেস্ক; ৯ মে: কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগভীর জলে ডুবো জাহাজ প্রতিরোধী ৮টি যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম যুদ্ধ জাহাজ ‘আর্নালা’-কে ৮ মে, কাট্টুপাল্লির মেসার্স এলঅ্যান্ডটি শিপইয়ার্ডে ভারতীয় নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এই যুদ্ধ জাহাজটি মেসার্স এলঅ্যান্ডটি শিপইয়ার্ডের সঙ্গে জিআরএসই-এর সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় ইন্ডিয়ান রেজিস্ট্রার অফ শিপিং (আইআরএস)-এর শ্রেণীবিন্যাস আইন অনুযায়ী পরিকল্পনা ও নির্মাণ করা হয়েছে, যা সহযোগিতামূলক প্রতিরক্ষা উৎপাদনের সাফল্যকে তুলে ধরে।
মহারাষ্ট্রের ভাসাই-এর কাছে ঐতিহাসিক দুর্গ আর্নালা-এর নাম অনুসারে এই যুদ্ধ জাহাজের নাম রাখা হয়েছে। এর থেকে ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যের দিকটি প্রতিফলিত হয়। ৭৭ মিটার লম্বা এই যুদ্ধ জাহাজটি ডিজেল ইঞ্জিন – ওয়াটারজেট পরিচালিত ভারতীয় নৌ বাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজ জলের নীচে নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে এবং লো ইনটেনসিটি মেরিটাইম অপারেশনস (এলআইএমও)-এ সক্ষম। ভারতীয় নৌ বাহিনীতে এই যুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তি অগভীর জলে ডুবো জাহাজ প্রতিরোধী ক্ষমতা উল্লেখযোগ্য বৃদ্ধি করবে।
আর্নালা-র সরবরাহ ভারতীয় নৌ বাহিনীতে ৮০ শতাংশেরও বেশী দেশীয় উপকরণ দিয়ে জাহাজ নির্মাণের লক্ষ্য এবং সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য মাইল ফলক।