ওয়েব ডেস্ক; ১০ জানুয়ারি : জাতীয় অস্মিতা খেলো ইন্ডিয়া মহিলাদের যোগাসন লীগ ২০২৪-২৫ দিল্লির আনন্দ ধাম আশ্রমে সম্পন্ন হ’ল। ৫-৭ জানুয়ারি চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করলেন ২৭০ জন। পশ্চিমবঙ্গ এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে। এই রাজ্যের অনুষ্কা চ্যাটার্জী পরম্পরাগত যোগাসন বিভাগে এবং সর্বেশ্রী মণ্ডল শৈল্পিক যোগাসন একক বিভাগে জয়ী হয়েছেন। মধ্যপ্রদেশের প্রতিযোগীরাও ভালো ফল করেছেন।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সচিব শ্রীমতী সুজাতা চতুর্বেদী বলেছেন, ২০২৬ – এ এশিয়ান গেমস্‌ – এ অন্তর্ভুক্ত যোগাসন ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে। উত্তরাখন্ডে আসন্ন ৩৮তম জাতীয় গেমস্‌ – এ এটি প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে জায়গা করে নিয়েছে।

জাতীয় স্তরে প্রতিযোগীদের বেছে নেওয়া হয় আঞ্চলিক ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে।

যোগাসন ভারতের উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিযোগীরা। বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রায় ২৫ লক্ষ টাকা করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।