ওয়েব ডেস্ক; ১২ মে : যাত্রীদের চাহিদা মেটাতে, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ১৩ মে (মঙ্গলবার) থেকে জোকা এবং মাঝেরহাট মেট্রো স্টেশনের মধ্যে পার্পল লাইনে মেট্রো পরিষেবা বৃদ্ধি করতে চলেছে।
ওই দিন থেকে এই লাইনে মোট ৬২টি পরিষেবা ২৪ মিনিটের ব্যবধানে পরিচালিত হবে। বর্তমানে, পার্পল লাইনে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ৪০টি পরিষেবা চলছে ।
এই করিডোরে পরিষেবার সময়ও ০৮:২৭ থেকে ১৫:৪৩ এর পরিবর্তে ০৭:৫৭ থেকে ২০:১৭ পর্যন্ত বৃদ্ধি করা হবে।
