ওয়েব ডেস্ক; ১৭ জানুয়ারি : ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১৭ জানুয়ারী রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪ সালের ক্রীড়া ও দুঃসাহসিক পুরষ্কার প্রদান করেন। পুরষ্কারগুলির মধ্যে রয়েছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার-২০২৪; দ্রোণাচার্য পুরষ্কার-২০২৪; অর্জুন পুরষ্কার-২০২৪; তেনজিং নোরগে জাতীয় দুঃসাহসিক পুরষ্কার-২০২৩; রাষ্ট্রীয় খেল প্রত্যুৎসাহন পুরষ্কার-২০২৪; এবং মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি-২০২৪।