ওয়েব ডেস্ক; ২২ মার্চ : হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সমগ্র পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরে (গ্রিন লাইন) যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের পরীক্ষার জন্য, কলকাতা মেট্রো রেলওয়ে ২৩শে মার্চ, রবিবার থেকে আগামী সমস্ত রবিবার সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক করছে, আগামী নির্দেশ না আশা পর্যন্ত।

রবিবার পূর্ব-পশ্চিম করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না।

রবিবার স্বাভাবিক ব্লু লাইন পরিষেবা যথারীতি পরিষেবা পাওয়া যাবে।