ওয়েব ডেস্ক ; ৩ জুন : রাজ্যে ৪২ টি আসনের ৫৫ টি গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ শুরু হবে মঙ্গলবার সকাল থেকে।
কোচবিহার লোকসভা কেন্দ্রের গণনা হবে কোচবিহার পলিটেকনিক কলেজ এবং বিটি এন্ড ইভিনিং কলেজে; আলিপুরদুয়ার কেন্দ্রের জন্য আলিপুরদুয়ার ইউনিভার্সিটি গ্রাউন্ড; জলপাইগুড়ি কেন্দ্রের জন্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ২য় ক্যাম্পাস; দার্জিলিং কেন্দ্রের জন্য তিনটি গণনা কেন্দ্র: স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন কালিম্পং, দার্জিলিং গভমেন্ট কলেজ, শিলিগুড়ি কলেজ; রায়গঞ্জ কেন্দ্রের জন্য ইসলামপুর কলেজ এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজ; বালুরঘাট কেন্দ্রের জন্য বালুরঘাট কলেজে গণনা হবে। মালদা উত্তর কেন্দ্রের জন্য মালদা কলেজ; মালদা দক্ষিণ কেন্দ্রের মালদা পলিটেকনিক; জঙ্গিপুর কেন্দ্রের জন্য জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউট; বহরমপুর কেন্দ্রের জন্য বহরমপুর গার্লস কলেজ; মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য কৃষ্ণনাথ কলেজ; কৃষ্ণনগর কেন্দ্রের জন্য বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি; রানাঘাট কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে; বনগাঁ কেন্দ্রের জন্য দীনবন্ধু মহাবিদ্যালয়, ব্যারাকপুর কেন্দ্রের জন্য রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ কমার্স ক্যাম্পাস ব্যারাকপুর; দমদম কেন্দ্রের জন্য গুরু নানক ডেন্টাল কলেজ পানিহাটি; বারাসাত কেন্দ্রে জন্য রয়েছে দুটি গণনা কেন্দ্র: বারাসাত গভর্নমেন্ট কলেজ, বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল; বসিরহাট কেন্দ্রের জন্য স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ; জয়নগর কেন্দ্রের জন্য বঙ্কিম সরদার কলেজ; মথুরাপুর কেন্দ্রের জন্য কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল; ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য চারটি গণনা কেন্দ্র রয়েছে: সিস্টার নিবেদিতা জেনারেল ডিগ্রী কলেজ ফর গার্লস – হেস্টিংস, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন – বি এড; মাল্টিপারপাস গভারমেন্ট গার্ল স্কুল, স্টেট ইনস্টিটিউট অফ ফিজিকাল এডুকেশন ফর ওমেন – জিমনাসিয়াম হল- হেস্টিং হাউস কমপ্লেক্স; যাদবপুর কেন্দ্রের জন্য বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ; কলকাতা দক্ষিণ কেন্দ্রের জন্য সাতটি গণনা কেন্দ্র: গীতাঞ্জলি স্টেডিয়াম, ব্রতচারী বিদ্যাশ্রম হাইয়ার সেকেন্ডারি স্কুল, বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, সেন্ট থমাস বয়জ স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি; উত্তর কলকাতা কেন্দ্রের গণনা হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে, হাওড়া কেন্দ্রের গণনা হবে জেআইএস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স এন্ড রিসার্চে; উলুবেরিয়া কেন্দ্রের গণনা হবে ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার হাওড়ায়; শ্রীরামপুর কেন্দ্রের গণনা হবে শ্রীরামপুর কলেজ; হুগলি কেন্দ্রীয় গণনা হতে চলেছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি; আরামবাগ কেন্দ্রের গণনা হতে চলেছে নেতাজি মহাবিদ্যালয়; তমলুক কেন্দ্রের গণনা হবে কেটিপিপি হাইস্কুলে; কাঁথি কেন্দ্রের গণনা হতে চলেছে কন্টাই পি কে কলেজে; ঘাটাল কেন্দ্রের গণনা হবে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়; ঝাড়গ্রাম কেন্দ্রের গণনা হবে রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ- ঝাড়গ্রাম; মেদিনীপুর কেন্দ্রের গণনা হবে কেন্দ্রীয় বিদ্যালয় ২ নম্বর খড়্গপুরে; পুরুলিয়া কেন্দ্রের গণনা হবে সিধু কানহু বিরশা ইউনিভার্সিটিতে; বাঁকুড়া কেন্দ্রের গণনা হতে চলেছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে; বিষ্ণুপুর কেন্দ্রের বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট; বর্ধমান পূর্ব কেন্দ্রের গণনা হবে এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি; বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ টেকনোলজি; আসানসোল কেন্দ্রের জন্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ; বোলপুর কেন্দ্রের ভোট গণনা হবে বোলপুর কলেজে; এবং বীরভূম কেন্দ্রের ভোট গণনা হবে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ এ।