শুভাবরি ওয়েব ডেস্ক, ১ সেপ্টেম্বর, কলকাতা:
একটি গোপন তথ্যের ভিত্তিতে বেঙ্গল এসটিএফ ৩১ আগষ্ট সন্ধ্যায় দমদম বিমানবন্দরের বাইরে থেকে নিষিদ্ধ আতশবাজির মার্কেটের সাপ্লাই চেইনের কিংপিনকে গ্রেপ্তার করেছে।
এদিন সন্ধ্যায় দমদম বিমানবন্দরের বাইরে বেঙ্গল এসটিএফ-এর একটি দল একজন মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে যাকে দত্তপুকুর পটকা সরবরাহের র্যাকেটের মূল হোতা বলে মনে করা হচ্ছে।
সূত্র মতে জানা গেছে, এসটিএফ বেঙ্গল-এর একটি দল দমদম বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে থাকে এবং গভীর সন্ধ্যায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসা নজরুলকে ধরে ফেলে।
পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য তাকে এসিজেএম বারাসতের এলডি আদালতে পেশ করা হয়েছে। র্যাকেটের বিস্তারিত তদন্ত করা হবে।
উল্লেখ করা যেতে পারে যে দু’দিন আগে ২৯শে আগস্ট STF WB-এর দলগুলি উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিস্ফোরক বোঝাই পাঁচটি ১২ চাকার ট্রাক এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিষিদ্ধ পটকা জব্দ করা হয়েছিল; মামলা নং-এর মাধ্যমে আমডাঙ্গা থানায় পুলিশ মামলা শুরু হয়।