ডিজিটাল; ১৯ আগস্ট: অনির্বান ভট্টাচার্য-র সম্পাদনায় ইবুকলিস্ট পাবলিশার (Ebooklist Publisher) প্রকাশ করল তাদের প্রথম উৎসব সংখ্যা ‘উমা’।
উপস্থিত ছিলেন লেখিকা অর্পিতা সরকার, শরণ্যা মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, শুভব্রত বসু, সুদীপ্ত দে প্রমুখ।
‘ইবুকলিস্ট পাবলিশার’-এর দুই প্রকাশক প্রসেনজিৎ গুচ্ছাইত ও চিন্ময় ঘোষ একযোগে দাবী করেছেন, “সাধ্যের মধ্যে একটু ভিন্নধারার উৎসব সংখ্যা পড়তে হলে অবশ্যই হাতে তুলে নিতে হবে ‘উমা’।

উমা-র সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য বলেন, “নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টি নিয়ে সম্পাদিত হয়েছে উমা। কমবেশি ২০০ পাতার এই উৎসব সংখ্যা যেমন ২০০ টাকার কম দামে পাওয়া যাবে, তেমনই বিভিন্ন বিষয়ে পাঠককুলকে আনন্দ দেবে এই উৎসব সংখ্যা।”
উমা-য় রয়েছে ৬ টা প্রবন্ধ, ১২ টা গল্প, ১ টা কমিকস, ৩ টে উপন্যাসিকা, ২ টো অনুবাদ গল্প, ৪ টে অনুগল্প, ভ্রমণ ও খেলাধুলা এবং পেটপুজো, স্বাস্থ্য ও অন্দরমহল-এর উপর ১ টা করে লেখা, ইত্যাদি।
১৪২৯ সালে উৎসব সংখ্যা রূপে উমা প্রকাশের শুভ মুহূর্তে প্রকাশনা সংস্থার তরফ থেকে গায়ক, নায়ক শিলাজিৎ মজুমদার-এর সমাজসেবী সংস্থার হাতে শিক্ষা সামগ্রী রূপে কিছু ‘ব্যাগ’ তুলে দেওয়া হয়।