কেন্দ্রীয় সরকার সার্বিক টিকাকরণের লক্ষ্যে গত ১৬-ই জানুয়ারী থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সঙ্গে নিয়ে কার্যকরি টিকাদান অভিযান শুরু করেছে । দেশব্যাপী ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ এ একথা ঘোষণা করেন। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে ২৫ কোটি কোভিশিল্ড এবং ভারত বায়োটেককে ১৯ কোটি কো-ভ্যাকসিন টিকার ডোজ সরবরাহের বরাত দিয়েছে ।
এই মোট ৪৪ কোটি কোভিড টিকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে । উভয় কোভিড টিকা কেনার জন্য আগাম ৩০ শতাংশ টাকা ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে ।
![](https://shubhabori.co.in/wp-content/uploads/2021/03/images-2021-03-24T140731.133.jpeg)