ওয়েব ডেস্ক; ৩১ ডিসেম্বর: সেলস এম্পোরিয়াম কাঁকুড়গাছি তাদের ৬০ তম জন্মদিন পালন করলো ৩১শে ডিসেম্বর। জন্মদিন উপলক্ষে তারা কেনাকাটার ওপর ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া ৬০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাওয়া যাবে পছন্দসই জিনিস। এছাড়া থাকছে সুবিধা জনক ইএমআই অপশন।

বিয়ের মরসুমের জন্য ৯৯,৯০০ টাকায় গৃহস্থালির ১১টি জিনিসের একটি সুন্দর প্যাকেজ তৈরি করেছে তারা। অগ্রিম বুকিং এর ব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। এছাড়া থাকছে আকর্ষণীয় গিফট ।

কাকুরগাছি আউটলেটের স্টোর ম্যানেজার রবি কুমার জানালেন, ” ৬০ বছর ধরে সেলস এম্পোরিয়াম বিভিন্ন কোম্পানির উন্নত মানের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করে আসছে। এই ৬০ বছর জন্মদিন আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি আউটলেটে পালন করা হচ্ছে। সারা রাজ্যে আমাদের ১২ টি আউটলেটে রয়েছে সব আউটলেটে থাকছে এই অফারগুলো। “