
শুভাবরি ওয়েবডেস্ক, ৯ নভেম্বর, কলকাতাঃ আজ সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি নলিনী বেরা, কার্যকরী সভাপতি সুরজিৎ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক প্রিয়ব্রত বেরা, মিডিয়া সম্পাদক অরূপ চক্রবর্তী প্রমুখের উপস্থিতিতে কলকাতা প্রেসক্লাবে এ কথা বলেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, জঙ্গলমহলের অধিবাসী, তাদের সহজ-সরল জীবন চর্চা এবং তার সংস্কৃতিকে সবার সাথে ভাগ করে নেওয়াই তাদের উদ্দেশ্য। তিনি আক্ষেপ করে বলেন, বাবাসাহেব আম্বেদকর এর সংরক্ষণ নীতিতে পিছিয়ে পড়া শ্রেণীর খানিকটা উন্নতি হলেও আজও তারা পুরোপুরি ভাবে সমাজের মূলস্রোতে মিলে যেতে পারেনি। সারা রাজ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেবার, জল সংরক্ষন এবং বিভিন্ন সচেতনতামূলক শিবির স্থাপনের উদ্যোগ নিয়েছেন তারা। আগামী ২২, ২৩ এবং ২৪ শে নভেম্বর কলকাতায় “জঙ্গলমহল উৎসব” অনুষ্ঠিত হতে চলেছে। তিনি জানান, দুপুর দুটোর সময় এক লোক সংস্কৃতি এবং পরিবেশ সচেতনতা মুলক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে উৎসবের সূচনা হবে । উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।