ডিজিটাল; ২০ ডিসেম্বর: নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৯ ও ২০ ডিসেম্বর দু-দিন ব্যাপী বন্দে ভারতম নৃত্য উৎসব ২০২৩-এর জাতীয় স্তরে প্রতিযোগিতা বা গ্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই প্রতিযোগিতায় ৯৮০ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী জি কে রেড্ডি, দুই সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ও মীনাক্ষী লেখী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট মূল পর্বের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

২০২৩-এর সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক বন্দে ভারতম নৃত্য উৎসব ২০২৩-এর আয়োজন করেছে। তিনটি পর্যায়ে এই নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যস্তরের সফল প্রতিযোগিরা আঞ্চলিক স্তরে নৃত্যকলা প্রদর্শন করেছেন। সেখান থেকে বাছাই করা ৯৮০ জন মূল পর্বের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১৭-৩০ বছর বয়সী নৃত্য শিল্পীরা আদিবাসী/পল্লী, ক্ল্যাসিক্যাল এবং ফিউশন/সমসাময়িক নৃত্য বিভাগে তাঁদের নৃত্য প্রদর্শন করছেন। ৭টি আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রে ১৭ নভেম্বর ১০ ডিসেম্বর পর্যন্ত রাজ্য ও আঞ্চলিক স্তরের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়েছে।

মূল পর্বের অংশগ্রহণকারী নৃত্য শিল্পীদের থেকে ৫০০ জনকে নির্বাচিত করা হবে। এরা ২০২৩-এর সাধারণতন্ত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘নারীশক্তি’ শীর্ষক আয়োজন নৃত্য পরিবেশন করবেন। প্রস্তাবিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য বিশিষ্ট নৃত্য পরিচালক, গীতিকার, লেখক ও সৃজনশীল ব্যক্তিত্বরা উদ্যোগী হয়েছেন।