ওয়েব ডেস্ক; ১ এপ্রিল : তথ্য ও সম্প্রচার মন্ত্রক অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফএ) – এর পাশাপাশি আয়োজিত এ যাবৎকালের প্রথম তথ্যচিত্রের বাজার বা ডক ফিল্ম বাজারের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১০ এপ্রিল পর্যন্ত করেছে। এর আগে এই সময়সীমা ধার্য করা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী, দূরবর্তী স্থানে বসবাসকারী চলচ্চিত্র নির্মাতারা যাতে সহজে তাঁদের কাজ জমা দিতে পারেন, সেজন্য এই সিদ্ধান্ত।
মুম্বাইয়ে ১৬-১৮ জুন পর্যন্ত এই চলচ্চিত্র বাজার আয়োজন করা হবে। তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্রের জনপ্রিয়তা বাড়াতে এবং এক্ষেত্রে নির্মাতা, নির্দেশক, প্রোডাকশন ও বন্টনের কাজে যুক্ত ব্যক্তিদের মেধা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে এই উদ্যোগ।
চলচ্চিত্র নির্মাতারা তাঁদের কাজ প্রদর্শনের মাধ্যমে ঘরোয়া ও আন্তর্জাতিক স্তর থেকে অর্থ সাহায্য পাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করতে পারবেন। নির্বাচিত কাজগুলি প্রতিনিধিদের সামনে প্রদর্শিত হবে।
এই উদ্যোগ সম্পর্কে এনএফডিসি-র চলচ্চিত্র বিষয়ক যুগ্ম সচিব এবং এমডি পৃথুল কুমার বলেন, এই ডক চলচ্চিত্র বাজারের মূল লক্ষ্য আন্তর্জাতিক স্তরে ভারতের কাজকে প্রদর্শন করা। এই মঞ্চ থেকে চলচ্চিত্র নির্মাতারা বর্তমান চাহিদা, দর্শকের পছন্দ ও বিক্রয় কৌশল সম্পর্কে ধারণা পাবেন। এই শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা ও অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতারা নির্বাচিত প্রকল্পগুলি সম্পর্কে তাঁদের বিশেষ মতামত জানাবেন।
কাজ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এমআইএফএফ ওয়েবসাইট-টি www(dot)miff(dot)in দেখুন।
সূত্র: পি আই বি