ওয়েব ডেস্ক; কলকাতা, 18 সেপ্টেম্বর : বন্ধন ব্যাঙ্ক আজ জানিয়েছে যে তারা 1 বছরের মেয়াদের স্থায়ী আমানতে (এফডি) সর্বাধিক 8.55% পর্যন্ত সুদ দিচ্ছে, যা দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে অন্যতম সেরা। সিনিয়র সিটিজেন গ্রাহকরা এই মেয়াদে সর্বোচ্চ 8.55% সুদ উপভোগ করতে পারবেন, যেখানে অন্যান্য গ্রাহকরা পাবেন 8.05%।
বন্ধন ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য 5 বছরের কম মেয়াদের দীর্ঘমেয়াদী স্থায়ী আমানতে 7.75% আকর্ষণীয় সুদ দিচ্ছে, যেখানে অন্যান্য গ্রাহকরা একই মেয়াদের জন্য পাবেন 7.25%। এই হারগুলো ব্যাঙ্কিং ক্ষেত্রে অন্যতম সেরা।
এছাড়া, 10 লক্ষ টাকার বেশি সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে ব্যাঙ্ক 7% সুদ প্রদান করছে।