দেশ জুড়ে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। ১৮ বছর কম বয়সীদের শুধুমাত্র কোভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যাদের জন্ম ২০০৪ সালে অথবা তার আগে তারা কোভিশিল্ড সহ সবধরনের টিকা পাওয়ার যোগ্য। কিন্তু, ২০০৫-২০০৭ সালের মধ্যে যাদের জন্ম, তারা শুধুমাত্র কোভ্যাকসিন-ই নিতে পারবে। ১৫-১৮ বছর বয়সীরা ইতিমধ্যেই কোউইন পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা শুরু করেছে। প্রায় ৮ লক্ষ সুবিধাভোগী এই পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেছে।
দক্ষিণ ২৪ পরগনায় ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে কোভিড প্রতিরোধী টিকাকরণ অভিযান শুরু হয়েছে বিষ্ণুপুরের অভয়চরণ উচ্চ বিদ্যালয় থেকে। প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী এই কর্মসূচিতে টিকা পাবে।
এ পর্যন্ত জেলার যোগ্য নাগরিকদের মধ্যে ১০০ শতাংশই টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং ৮৫ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছেন। আগামী ১০ তারিখ থেকে স্বাস্থ্য কর্মী ও সামনের সারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া হবে। যাঁরা দ্বিতীয় ডোজ ৩৯ সপ্তাহ আগে নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই এই টিকা পাবেন। একইভাবে, চিকিৎসকের পরামর্শক্রমে ষাটোর্ধ নাগরিকরাও বুস্টার ডোজ পাবেন।